কৃষি আইনের বিরুদ্ধে স্বরাজ ইন্ডিয়ার প্রতিবাদ সভা গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, নয়া বিদ্যুৎ আইন পাশের প্রতিবাদে, অখিল ভারতীয় কিষাণ সংষঘর্ষ সমন্বয় কমিটি আগামী ২৬ নভেম্বর সারা ভারত গ্রামীণ বন্ধের ডাক দিয়েছে। তারই সমর্থনে গতকাল গোপীবল্লভপুর-১ ব্লকের ছাতিনাশোলে প্রতিবাদসভা করল স্বরাজ ইন্ডিয়া ও তার কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন, ঝাড়গ্রাম জেলা ইউনিট।

ঝাড়গ্রাম জেলা জয় কিষাণ আন্দোলনের সভাপতি অশোক মাহাতো বলেন, কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার অধিকারকে আইনী স্বীকৃতি দেওয়ার বদলে এমন আইন পাশ করা হচ্ছে, যাতে কৃষকের বদলে ধনী শ্রেণি মানুষের বেশি লাভ হবে, খোলা বাজারে তার মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নতুন অত্যাবশ্যকীয় পণ্য আইণে মজুতদারীর খোলা অধিকার মজুতদার ও কালোবাজারী এই শ্রেণিকে বাজার নিয়ন্ত্রণ করতে মদত করবে। চুক্তিচাষকে আইনী মান্যতা দেওয়ার মাধ্যমে ঘুরিয়ে কৃষি জমির নিয়ন্ত্রন কর্পোরেটের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে। তাই আজ সারা ভারত জুড়ে কৃষক বিদ্রোহের জোয়ার। রাজ্যে রাজ্যে কৃষকরা সংগঠিত হয়ে জোরাল প্রতিবাদে সামিল হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই কৃষক বিরোধী আইন প্রত্যাহার না করা অবধি অবিরাম লড়াই সংগ্রাম আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *