নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ জুন:
মুকুল রায়ের জায়গায় কাকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে বাংলা থেকে সর্বভারতীয় সহ-সভাপতি করতে পারে দিল্লি। তবে, এই পদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীস্মৃতি ইরানীকে নিয়েও আলোচনা চলছে।
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর সর্বভারতীয় সহ-সভাপতির পদটি ফাঁকা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন বাংলা থেকে একজনকে এই পদে নিয়ে আসতে। এব্যাপারে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে কয়েকদিন ধরে দিল্লিতে বিজেপির অন্দরে চর্চা চলছে। তবে, শুধু স্বপন দাশগুপ্ত নন, বেশ কয়েকজন নাম এই পদের জন্য দিল্লিতে আলোচনা হয়েছে। তারমধ্যে দুজনের নাম দিল্লি প্রায় ঠিক করে ফেলেছে বলে দলীয় সূত্রে খবর।
স্বপন দাশগুপ্ত ছাড়াও আলোচনা চলছে স্মৃতি ইরানীকে নিয়ে। তিনিও বাংলা বলতে পারেন। সমাজের সব স্তরের গ্রহণযোগ্য মুখ। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও তাঁর একটা আলাদা ইমেজ রয়েছে। তাই এই দুজনের মধ্য থেকে একজনকে সহ-সভাপতি পদে বেছে না বা হতে পারে। আগামী জুলাই মাসে দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠক হতে পারে। সেই বৈঠকে সবকিছু ঠিক হতে পারে বলে দলীয় সূত্রে খবর।