আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: ভারতে সবুজ বিপ্লবের জনক বলে চিহ্ণিত এমএস স্বামীনাথনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “এটা জেনে দুঃখিত যে ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত ড: এম.এস. স্বামীনাথন আর নেই। মহান কৃষি বিজ্ঞানী ভারতের ঐতিহ্যগত চাষাবাদ পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেছিলেন এবং আমাদের খাদ্য খাতে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। তাঁর মতো মহান প্রতিভা আমাদের গর্বিত করে, তাদের চলে যাওয়া আমাদের ম্লান করে দেয়। তাঁর বন্ধু, পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা রইল।
প্রসঙ্গত, ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ডিরেক্টর জেনারেল পদে ছিলেন স্বামীনাথন। সেই সময় ভারত সরকারের কৃষি গবেষণা এবং শিক্ষা দফতরের সচিবও ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার চেন্নাইয়ের বাড়িতে জীবনাবসান হয় তাঁর।