স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জুন: এক নাবালিকার সাথে অশ্লীল আচরণের অভিযোগ স্বামীজির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাশীবাটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযুক্ত ঐ স্বামীজির নাম স্বামী অনির্ব্বানানন্দ। তিনি ভারত সেবাশ্রম সংঘের সদস্য। বৃহস্পতিবার তিনি রায়গঞ্জের ভারত সেবাশ্রম থেকে কাশীবাটি এলাকায় মাসিক চাঁদা সংগ্রহে যান। সেখানে এক বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগে এক নাবালিকার সাথে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকার শরীর স্পর্শ করার চেষ্টা করলে, নাবালিকাটি কোনোরকমে বাড়ি থেকে বেরিয়ে তার মাকে ঘটনার কথা বলে। ঘটনার খবর পেয়ে উত্তেজিত হয়ে বাড়িতে এসে অভিযুক্ত স্বামীজিকে আটকে রাখেন পরিবারের লোকজন। ঘটনার খবর জানাজানি হতেই সেখানে ভিড় জমায় স্থানীয় লোকজন। চলে গণধোলাই। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলেন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। তিনি ঘটনার চরম নিন্দা করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আশ্রম সূত্রে জানাগেছে, অভিযুক্ত ওই স্বামীজি গত ছয় মাস আগে রায়গঞ্জের চন্ডীতলায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের একটি শাখার দায়িত্বে ছিলেন। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ সহ অন্যান্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত স্বামীজিকে মারধরের পাশাপাশি আশ্রমের একটি গাড়িতেও ভাঙ্গচুর করে উত্তেজিত জনতা।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীজি ও তার গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।