Vivekananda, Bankura, বাঁকুড়ায় নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জানুয়ারি: প্রভাত ফেরি, রক্তদান সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ায় পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস।

আজ সকালে সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে প্রভাত ফেরি, স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে জন্মদিন পালন করা হয়। দেশবন্ধু কম্পিউটার ট্রনিং সেন্টার- এর উদ্যোগে ও দেশবন্ধু ব্যয়ামাগারের সহযোগিতায় মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।সেন্টারের কম্পিউটার শিক্ষার্থীদের প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশবন্ধু ব্যায়ামাগার প্রাঙ্গণে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সমাগত বিশিষ্টজনেরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বামীজীর জন্মদিন উপলক্ষে এদিন আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবী শ্যামসুন্দর দত্তের স্মৃতিতে আয়োজিত রক্তদান শিবিরে ৮৮ জন রক্ত দান করেন।

বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে লালবাজার মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা বিজেপির পক্ষ থেকে বিবেক যাত্রার আয়োজন করা হয়। লালবাজার মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে যাত্রার সূচনা হয়। বিধায়ক নিলাদ্রী দানা, বিজেপির জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যটার্জি সহ সংগঠনের কর্মকর্তারা এই যাত্রায় অংশগ্রহণ করেন। যাত্রা শেষে মাচানতলা মোড়ে এক সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *