নীল বনিক, আমাদের ভারত, ১২ জানুয়ারি: নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ খিচুড়ি পছন্দ করতেন, তাই রাতে প্রধানমন্ত্রীর ভোজনে তাঁকে খাওয়ানো হল খিচুড়ি। প্রধানমন্ত্রীকে যে খিচুড়ি খাওয়ানো হবে তা ঠিক করে দিয়েছিলেন মঠপ্রধান স্মরণানন্দ জি সেই খিচুড়ি তৃপ্তি করে খেয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, স্বামীজির পরম ভক্ত হিসেবেই বেলুড় মঠে কাটালেন তিনি। শনিবার বেলুড় মঠে প্রবেশ করে প্রথমেই প্রধানমন্ত্রী চলে যান বর্তমান মঠ প্রধান শবনানন্দর ঘরে। তারপর বেলুড় মঠের অন্য সন্নাসীদের সঙ্গে স্বামী বিবেকানন্দর জীবন নিয়ে আলোচনা করেন। তবে মঠে থাকাকালিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার বাড়বাড়ন্ত একেবারেই পছন্দ করেননি। তাই সন্ন্যাসীদের সঙ্গে রাতে আধ্যাত্মিক আলোচনার সময় ঘরে ভিতর প্রবেশ করেননি এনএসজির কমান্ডোরা।
প্রধানমন্ত্রীর ভোজনের মেনুও ঠিক করেন মঠ প্রধান শবনানন্দ। তিনিই মঠের সন্ন্যাসিদের বলেন, নরেন খিঁচুড়ি পঠন্দ করতেন, তাই প্রধান মন্ত্রীকেও খিঁচুড়ি খাওনা হবে। স্বামীজির জীবন দর্শন নিয়ে শনিবার অনেকক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী গল্পকরেন।