পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশের নানা প্রান্তে বিজেপির পক্ষ থেকে পালিত হচ্ছে নানা সামাজিক ও জনসেবামূলক কর্মসূচি। এরই অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বস্তি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই এদিন বস্তিবাসীদের মধ্যে সাবান, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক শম্পা মন্ডল জানান, “প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে আমরা শুধু উৎসব করতেই চাই না, আমরা চাই তাঁর স্বপ্নের ‘স্বচ্ছ ভারত’ গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে। এই কর্মসূচির মাধ্যমে আমরা বস্তিবাসীদের স্বাস্থ্য সচেতন করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে চেষ্টা করেছি।”
এছাড়াও জানাগেছে, জেলার বিভিন্ন অংশে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
দেশজুড়ে নানা কর্মসূচির মধ্যে এই ধরনের উদ্যোগ শুধু প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে স্মরণীয় করে তোলে না, বরং সমাজের প্রান্তিক মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিও বার্তা পৌঁছে দেয়।

