আমাদের ভারত, হুগলী, ২৫ আগস্ট: করোনার সংক্রমণ রুখতে হুগলী জেলার কোন্নগরের কানাইপুরে জোরকদমে চলছে সোয়াব টেস্ট। মঙ্গলবার কানাইপুর শাস্ত্রীনগরে সোয়াব টেস্ট হয় সাধারণ মানুষের। করোনা সংক্রমণ রুখতে যত বেশি সম্ভব টেস্ট করানোর কথা বলা হচ্ছে সব জায়গায়। বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগও করছে যে সেভাবে মানুষের টেস্ট হচ্ছে না। কিন্তু কোন্নগরের কানাইপুরে প্রশাসনের উদ্যোগে জোরকদমে চলছে সাধারণ মানুষের লালা রসের নমুনা সংগ্রহের কাজ।

হুগলীর এই শহরে করোনা সংক্রমণ একসময় অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু প্রশাসনের উদ্যোগে এখন সেটা অনেকটাই কমে এসেছে বলে জানতে পারা যাচ্ছে। অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানাগেছে পঞ্চায়েতের পক্ষ থেকে। আগামীদিনে এই প্রচেষ্টা বলবৎ থাকবে বলেও মত স্থানীয় পঞ্চায়েতের।

