আমাদের ভারত, ৭ আগস্ট: ঘাটাল মাস্টারপ্ল্যান থেকে অভিষেক, রোহিঙ্গা— নানা বিষয় নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার ঘাটালে সমাবেশে শুভেন্দুবাবু বলেন, “আপনারা ২০২৬ সালে বিজেপিকে ক্ষমতায় আনুন ৷ আমরা ক্ষমতায় এলে ঘাটাল মাস্টারপ্ল্যান করে দেব৷ ২০১০ সালে এলাকায় কেলেঘাই কোপালেশ্বরী বামেদের দ্বারা নির্মিত হয়েছিল ৷ কখনও তৃণমূল সরকারের আমলে হয়নি।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা যেখানে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম করি, সেখানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে বর্ণপরিচয়ের স্রষ্টা সতীশ সামন্ত বলে পরিচয় দিচ্ছেন ভাইপো ৷ উনি আরও বড় জ্ঞানী।”
রোহিঙ্গা নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি ২০২৬-এর ভোটে চিৎপটাং হয়ে যাবে। তাই তারা নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”