আমাদের ভারত, ২৫ নভেম্বর: তাঁকে খুনের হুমকি দেওয়ার নির্দিষ্ট অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি এক্সবার্তায় প্রমাণ-সহ এই অভিযোগ পোস্ট করেছেন।
তাঁর অভিযোগ, “বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)-দের এসআইআর-এর কাজে লাগাতে পারবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশ দেবার পর বিএসকে উত্তর ২৪ পরগণা ইউনিট হোয়াটসঅ্যাপ গ্ৰুপে আমাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার অর্থাৎ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে নূর ইসলাম মোল্লা যে কিনা উত্তর ২৪ পরগণা জেলার বিএসকে ইউনিটের জেলা সহ সভাপতি। যাঁর ফোন নম্বর 9800296855।”
এটি ফেসবুকে শুভেন্দুবাবু পোস্ট করার ৬ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ৭৯৫ প্রতিক্রিয়া এসেছে। এর সিংহভাগ শুভেন্দুবাবুর সমর্থনে।

