আমাদের ভারত, ২৬ আগস্ট: “জল জঙ্গল রক্ষা করার ক্ষেত্রে আদিবাসী সমাজের বিরাট ভূমিকা রয়েছে, যাকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে নতমস্তকে স্বীকার করি।” মঙ্গলবার রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, আদিবাসী নেতাদের বিপ্লবের মধ্যে দিয়েই আমাদের স্বাধীনতা আন্দোলন সংঘঠিত হয়েছে। ভগবান বিরসা মুন্ডা কিংবা সিধু মুর্মু, কানহু মুর্মুদের হুল বিদ্রোহ তথা বিপ্লবী সংগ্রামের মধ্যে দিয়ে পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়েছিল।
তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে, তাঁদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেছেন, অগ্রাধিকার দিয়েছেন। সেই কারণেই ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন দ্রৌপদী মুর্মু মহাশয়া। ওড়িশার এক প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মুর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের দল তাঁর বিরুদ্ধেও ভোট দিয়েছিল।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে আদিবাসীদের ক্ষেত্রে ৬ শতাংশ এবং তপশিলিদের ২২ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আদিবাসীরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে ১৫ হাজার টাকার চাকরিতে চুক্তিবদ্ধ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো সংরক্ষণের উল্লেখ করা হয়নি। কিন্তু ভারত সরকারের তফশিলি জাতি, উপজাতি কমিশন স্পষ্ট করে বলেছে যে চুক্তিবদ্ধ, আংশিক সময়ের এমন কি শিক্ষানবীশীর ক্ষেত্রেও সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এই রাজ্যের তৃণমূল সরকার প্রতিদিন এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে।
তিনি তাঁর বক্তব্যে বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেন যেখানে দেখা যায় আদিবাসীদের ওপর তৃণমূল নেতারা কিভাবে অত্যাচার চালাচ্ছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ আগস্ট মেদিনীপুর চার্চ স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক এবং ফুটবল রেফারিকে তৃণমূল নেতারা খেলার মাঠে অসম্মান করে। অন্যদিকে দেখা যাচ্ছে, ১৮ আগস্ট ডেবরা ব্লকের লোয়েদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনকে তৃণমূল সরকারের আবগারি দফতরের আধিকারিকরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে।
এই রাজ্যে আদিবাসীরা বিভিন্নভাবে অত্যাচারিত এবং বঞ্চিত হচ্ছেন। কখনো আদিবাসী মেয়েরা ধর্ষিত হচ্ছেন, আবার কখনো আবগারি পুলিশের দ্বারা অত্যাচারিত হচ্ছেন। আর এই সমস্ত ক্ষেত্রে এফআইআর হওয়ার পরেও এই আদিবাসী সমাজের মানুষেরা বিচার পাননি। এর জন্য একমাত্র দায়ী রাজ্যের বর্তমান সরকার।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের শেষে এই ঘটনাগুলির কিছু ভিডিও ক্লিপ সকলের সামনে তুলে ধরেন।