আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: নতুন করে দু-দফায় যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতেও দুর্নীতি হতে পারে বলে সন্দেহ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার তিনি দাবি করেন, এই পরীক্ষায় প্রার্থীদের প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে না। তিনি বলেন, “ওরা সবাইকে পাশ করাতে চাইছে। পাশের হার অস্বাভাবিকভাবে বেশি হবে। কারণ, ওদের হাতে ১৫ নম্বর রয়েছে। সেই নম্বরকে ঘিরেই হবে নতুন দুর্নীতি। বহু যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হবেন। যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে সুবিধা নিতে পারবে, তারাই চাকরি পাবে।”
অর্থাৎ, নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের সামনে আনলেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, শিক্ষাক্ষেত্রে পুরনো কেলেঙ্কারির ছায়া এখনও কাটেনি। শুভেন্দুবাবুর মন্তব্যের পর অনেকের আশঙ্কা, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য ফের একবার বড়সড় বিতর্কের মুখে পড়তে পারে।

