আমাদের ভারত, ২৯ আগস্ট: “বিহারের দ্বারভাঙ্গায় ইন্ডি জোটের ভোটার অধিকার যাত্রায় প্রকাশ্য মঞ্চ থেকে কংগ্রেস নেতা মহম্মদ রিজভি সম্মানীয় নরেন্দ্র মোদীজিকে ন্যাক্কারজনক ভাবে অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ করেন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর স্বর্গীয়া মা’কেও অত্যন্ত অশালীন ভাবে আক্রমণ করেছেন।”
শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করে রিজভির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “মঞ্চে সেই সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢড়া, তেজস্বী যাদব সহ ইন্ডি জোটের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা এই অশালীন আক্রমণের প্রতিবাদটুকুও করেননি।
আমি এই ন্যাক্কারজনক অশালীন আক্রমণের তীব্র নিন্দা করছি। কংগ্রেস নেতা মহম্মদ রিজভিকে বিহার পুলিশ গ্রেফতার করেছে, আমি এর জন্য বিহার পুলিশকে সাধুবাদ জানাই এবং মহম্মদ রিজভির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”