আমাদের ভারত, ১১ জুলাই: “রামনাথপুর এলাকার বাসিন্দা মধু মোল্লা, পিতা মাশরুফ মোল্লা, একটি অত্যন্ত অবমাননাকর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ভগবান শিবের উপর প্রস্রাব করা হচ্ছে।” এই দাবি করে শুক্রবার এই অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের সনাতনী বিরোধী সরকারের প্রশ্রয়ে মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ-ধুলিয়ান ও সম্প্রতি কলকাতার উপকন্ঠে মহেশতলায় বিধর্মী জেহাদিদের দাপাদাপি সকলেই প্রত্যক্ষ করেছেন।
এদের স্পর্ধা ও ধৃষ্টতা এমন জায়গায় পৌঁছেছে যে হিন্দুদের দেব দেবীদের নিয়ে অবমাননাকর পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতে এদের বিড়ম্বনা হয় না, কারণ এরা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেবে না, কারণ এই রাজ্য সরকারের
চাবিকাঠি এদের হাতে রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায় একটি জঘন্য এবং আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়েছে, যেখানে ভগবান শিবকে অবমাননাকরভাবে চিত্রিত করা হয়েছে।
এটি শুধু আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর সরাসরি আক্রমণ। মন্দিরবাজারের স্থানীয় বাসিন্দারা যথাযথভাবেই এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের কথা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-কে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মধু মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ করা না হয়, তাহলে আমি নিজে মন্দিরবাজার থানায় গিয়ে প্রতিবাদে যোগ দিতে বাধ্য হবো। হিন্দুদের দেব দেবীর অপমান করে পার পেয়ে যাওয়ার দিন শেষ পশ্চিমবঙ্গে।
যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই ঘৃণ্য পোস্ট শেয়ার করা হয়েছিল, তার লিঙ্ক হলো – facebook.com/share/1ArjqNhD…”।