পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী আহত মৌমিতা সিংহকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌমিতা দেবীর সঙ্গে দেখা করে তাঁর উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি জানান শুভেন্দুবাবু। পাশাপাশি, অপরাধীদের বিরুদ্ধে আদালতের নির্দেশ মেনে অভিযোগ দাখিল করা এবং কেশিয়াড়ির বিডিও সহ প্রত্যেক অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা।
মঙ্গলবার কেশিয়াড়ির বিডিও অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন “স্থায়ী সমিতির” একটি সাধারণ সভায় যোগদানের জন্য মৌমিতা সিংহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিজেপি-র অভিযোগ, সেখানেই ব্লক সভাকক্ষের ভেতরে তৃণমূলের কল্পনা শীটের নেতৃত্বে তৃণমূলের সদস্যরা তাঁকে নির্মম ভাবে মারধর করে। পরে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বুধবার বিজেপি কর্মী সমর্থকদের সর্বত্র ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।