Suvendu, BJP, রাতেই মৃত বিতানের স্ত্রী’কে সান্ত্বনা শুভেন্দুর

আমাদের ভারত, ২৩ এপ্রিল: “কলকাতার পাটুলির বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী, কাশ্মীরের পহলগামে আজ হৃদয়বিদারক ইসলামপন্থী সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। কিছুক্ষণ আগে আমি তাঁর স্ত্রীর সঙ্গে প্রায় ১০ মিনিট ফোনে কথা বললাম।” মঙ্গলবার রাতেই এক্সবার্তায় এ কথা জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু লিখেছেন, তিনি (বিতানের স্ত্রী) অত্যন্ত ব্যথিত এবং যন্ত্রণাক্লিষ্ট। সেনাবাহিনীর সহায়তায় তিনি তাঁর সন্তান এবং স্বামীর মৃতদেহ নিয়ে শ্রীনগরে ফিরে যাচ্ছিলেন। তিনি আমাকে বর্ণনা করেছেন যে কীভাবে দুই সন্ত্রাসী কাছে এসে তাঁদের এবং অন্যান্য পর্যটকদের মুসলিম এবং অমুসলিম হিসেবে আলাদা হতে বলে।

তারা মুসলিমদের ছেড়ে দেয়, হিন্দু নারী ও শিশুদের হিন্দু পুরুষদের থেকে আলাদা করে, এবং তারপর হিন্দু পুরুষদের ‘কলমা’ বলতে বলে, যা স্পষ্টতই কেউ পারে না। এরপর তারা হিন্দু নারী ও শিশুদের সামনে কয়েক ডজন হিন্দু পুরুষকে গুলি করে হত্যা করে। তাদের একমাত্র দোষ ছিল তারা হিন্দু ছিল।

তিনি আমাকে বলেছিলেন, যে সমস্ত সংস্থা সহযোগিতা করছে। আমি তাঁর যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য আমার মোবাইল নম্বরটি শেয়ার করেছি। আমি ব্যক্তিগতভাবে তদারকি করব। তিনি তাঁর সন্তানসহ নিরাপদে ফিরে আসুন। তাঁর স্বামীর মৃতদেহ পরিবহনের সময় তাঁকে যাতে কোনও ঝামেলার সম্মুখীন না হতে হয়, দেখবো।

আমি কেবল অনুমান করতে পারি যে তিনি কতটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এবং এখনও যাচ্ছেন। আমি কেবল আশা করতে পারি যে তিনি এবং তাঁর মতো অন্যরা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাঁদের প্রিয়জনদের চোখের সামনে গুলিবিদ্ধ হতে দেখার বেদনা থেকে সেরে উঠবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *