আমাদের ভারত, ১৬ জানুয়ারি: “মহারাষ্ট্র পৌর নির্বাচনে বিজেপি- শিবসেনা জোটের বিপুল জয়ের জন্য সেখানকার বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের জানাই অনেক অনেক অভিনন্দন”। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় এক্সবার্তায় এই কথা জানান।
তিনি লেখেন, “সেই সাথে মীরা-ভায়ান্দর মিউনিসিপাল কর্পোরেশনের ২ নং ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে প্রথম মহিলা বাঙালি কর্পোরেটর হিসেবে ৭৭০৫ ভোটে নির্বাচিত হয়েছেন শ্রীমতি জয়া রথীন দত্ত মহোদয়া। আমি ওনাকেও গৈরীক অভিনন্দন জানাই।
ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্য মহারাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ পুরসভায় এক বাঙালি বোনকে নির্বাচিত করার জন্য আমি সেখানকার অধিবাসীদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

