Suvendu, BJP, ‘মাকুদের’ হাত থেকে আন্দোলনের রাশ বার করে আনার আর্জি শুভেন্দুর

আমাদের ভারত, ১৪ জুলাই: ‘মাকুদের’ হাত থেকে আন্দোলনের রাশ বার করে না আনলে এসএসসি-র যোগ্য প্রার্থীদের আন্দোলনের পরিণতি ‘আর জি কর’- এর মতো হবে। সোমবার রাতে এই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘প্রিয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী বন্ধুগণ’ সম্বোধনে তিনি এক্স বার্তায় লিখেছেন, “আজ আবার আপনাদের নবান্ন অভিযানের ডাক অসম্পূর্ণ রয়ে গেলো। বৃষ্টি বাদলের দিনে, কষ্ট করে ভিজে দুর্গে পরিণত নবান্ন চত্বর পৌঁছানোর জন্য পুলিশের নানা রকম বাধা বিপত্তি পেরনোর চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর বদলে মুখ্যসচিবের সঙ্গে কথা বলার সুযোগ হলো, তাও নবান্নে নয় শিবপুরে হাওড়া পুলিশ লাইনে।

আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো আপনাদের মধ্যে মিশে থাকা কিছু ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজন। এই ধরণের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে ‘আর জি কর’ আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়।

আমার অনুরোধ, আপনারা এই ব্যক্তিদের চিহ্নিত করুন ও নিশ্চিত করুন যাতে আন্দোলনের রাশ এদের হাতে না থাকে, নয়তো আপনাদের আন্দোলনের পরিণতি ‘আর জি কর’ এর মতো হবে। রাষ্ট্রবাদীরা একত্রিত হোন, বিজেপি আপনাদের পাশে আছে। আপনারা এই লড়াইতে একা নন।

মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন কি ভাবে ধোকা ও মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ছত্রভঙ্গ করবেন, এবং ওনার হাত শক্ত করবেন আপনাদের মধ্যে মিশে থাকা এই ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজন। তাই আগামী দিনে সঠিক পথ চয়ন করতে ও সঠিক দিক নির্ণয় করতে রাষ্ট্রবাদীদের সাথে আলোচনা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *