Suvendu, BJP, হিন্দুদের উপর জেহাদিদের অত্যাচারের অভিযোগ শুভেন্দুর

আমাদের ভারত, ৭ জুলাই: “মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার নরহাট্টা জিপির লক্ষ্মীকান্তপুর গ্রামে মহরমের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক জেহাদির দল ঘর, বাড়ি, দোকান ভাঙ্গচুর করেছে। সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকায় ছিল। লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুরা ঘটনার পর থেকে আতঙ্কিত।” সোমবার এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

৪ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালনের সময় এমন একটাও উৎসব নেই যে তাদের রক্ত ঝরেনি, সে দুর্গাপুজোই হোক আর সরস্বতী পুজো, বা রথযাত্রা, ভিন্ন ধর্মের একদল জেহাদি বর্তমানে রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে হিন্দুদের উপর বিনা প্ররোচনায় যখন তখন আক্রমণ চালাচ্ছে, তাদের ধর্মাচরণে বাধা দান করছে।

আর এসব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জির নির্লজ্জ তোষণ নীতির ফলে। কারণ মমতা ব্যানার্জি নিজের ৩০ শতাংশ ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে চান। যথারীতি প্রশাসনেরও হাত বেঁধে দেওয়া হয়েছে। এই অরাজকতার থেকে বাঁচার একমাত্র উপায় গণতান্ত্রিক উপায়ে এই সরকারের বিসর্জন।

মালদার এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনোও রকম পদক্ষেপ করা হয়নি। আমি হিন্দুদের বলব আপনারা জোট বাঁধুন, একত্রিত হোন, নচেৎ বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গেও থাকা দুর্বিষহ হয়ে উঠবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *