আমাদের ভারত, দমদম, ১৩ মে: আসন্ন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে ১ জুন। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন শীল ভদ্র দত্ত। সোমবার শীল ভদ্র দত্তের প্রচারে পদ যাত্রা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন পানীহাটি বিধানসভার অমরাবতী মোড় থেকে শুরু হয়ে এইচ বি টাউন, রানী রাসমণি মোড় হয়ে ভোম্বোলা মোড় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী।
এরপর বিজেপি প্রার্থী শীল ভদ্র দত্ত তার মনোনয়ন জমা দিতে বারাসাত জেলা শাসকের দপ্তরে চলে যান। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শীল ভদ্র দত্ত এদিন স্থানীয় মন্দিরে পুজো দেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুষ্ঠিত হওয়ায় অনেকটাই শান্তি পূর্ণ হচ্ছে। যেখানে যেখানে ভোট সংক্রান্ত কোন গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, অ্যাকশন টিমের কাছে যেতেই তারা দ্রুত ওই স্থানে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে।