আমাদের ভারত, ১৩ আগস্ট: আর জি করের ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিক পতাকা ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে ধর্নাতেও বসা হবে। একই সঙ্গে, আসল দোষী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে আমজনতাকে তাঁর বার্তা, সকলে একত্রে নবান্ন অভিযান করতে হবে।
বিজেপি বিধায়ক বলেন, “পতাকা গুলি মারুন, একটাই দাবিতে নবান্ন চলুন। কেউ না থাকলে আমি আছি, আমি যাব।” শুভেন্দুবাবুর সাফ কথা, রক্ষকই ভক্ষক এটা মেনে নেওয়া যায় না। এটা বরদাস্ত করা যায় না।
শুভেন্দুবাবু বলেন, “সিবিআই তদন্ত শুরু হলে আমি প্রথমেই বলব বিনীত গোয়েল, ডাঃ এস পি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে অভিযুক্ত করতে।” তাঁর দাবি, গোটা স্বাস্থ্য দফতর অলিখিত চালান এস পি দাস। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। তাঁরই হাত সন্দীপ ঘোষদের মাথায় আছে বলেও অভিযোগ শুভেন্দুবাবুর।
পাশাপাশি তিনি এও জানান, আর জি করে গিয়ে সকলের সঙ্গে দেখা করতে চেয়ে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছিলেন, কিন্তু কেউ সাড়া দেননি।