পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট:
আজ ঝাড়গ্রামে আয়োজিত তিরঙ্গা যাত্রায় যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বক্তৃতায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ মিছিলে বিদ্যাসাগরকে অপমান করা হয়েছে। মুখ্যমন্ত্রী চাকরি ও ডিএ বঞ্চনার দায় এড়াচ্ছেন। বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী আগেই অনুষ্ঠান করে চলে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি।
শুভেন্দুবাবুর দাবি, রাজ্যের হাসপাতালগুলিতে সঠিক চিকিৎসা নেই, ফলে রোগীরা রাঁচি ও ওড়িশায় যাচ্ছেন। পাহেলগাঁও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলকে ‘দেশবিরোধী’ দল আখ্যা দেন এবং অভিযোগ করেন, এ দল বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। মহুয়া মৈত্র ও সাবিত্রী মিত্রের মন্তব্য নিয়েও তিনি সমালোচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশের স্লোগান দেওয়া তৃণমূলকে যেদিন সরাতে পারব, সেদিন এই যাত্রা সফল হবে।”
পাশাপাশি তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়েছেন এবং স্থায়ী চাকরি না দিয়ে সব পদ কন্ট্রাক্টচুয়াল করেছেন।