আমাদের ভারত, আরামবাগ, ৩ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর দিন হুগলির আরামবাগে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি জেলা কার্যালয়ে মা সরস্বতীর পুজোতেও তিনি শামিল হয়। এরপর তিনি ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন করেন।
এদিন এই উদ্বোধনকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল দৌলতপুর সহ শহরের বিভিন্ন জায়গায়। জেলা কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, অরূপকান্তি দিগার, আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, অসিত কুন্ডু, হেমন্ত বাগ সহ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা নেতারা। এছাড়াও দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরাও হাজির ছিলেন।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীরা এই সরকারের তোষণের রাজনীতি, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেব দেবীর আরাধনা সুষ্ঠুভাবে করতে পারছে না। সরস্বতী পুজো সাধারণত বিদ্যার্থীরা ও নবপ্রজন্ম করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এই পুজো হয়ে থাকে। কিছু কিছু জায়গায় সামাজিক সংগঠনও সরস্বতী পুজো করে, কিন্তু আজ সেই পুজো করতে দেওয়া হচ্ছে না।