Suvendu, North Bengal, উত্তরবঙ্গে সপারিষদ শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ৭ অক্টোবর: মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর স্থানীয় বিভিন্ন স্তরে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন কিছু আঞ্চলিক বিরোধী নেতা-কর্মী।

এদিন শুভেন্দুবাবু দার্জিলিং, জলপাইগুড়ি সহ বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করবেন। হাসপাতালে ভর্তি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের সাথে দেখা করবেন তিনি।

এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, ”বন্যা দুর্গত উত্তরবঙ্গের মানুষ গত দু’দিন ধরে খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের অভাবে কষ্টের মধ্যে রয়েছেন। এই সংকটের মুহূর্তে সরকার ও প্রশাসনের দেখা পাওয়া যায়নি। বন্যা দুর্গত মানুষগুলির পাশে বিজেপি বিধায়ক, সাংসদ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ অক্লান্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলেছেন।

বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, পানীয় জলের ব্যবস্থা, তাদের নিরাপদ আশ্রয় তৈরি করা, ত্রাণ সামগ্রী বিতরণ করা, ওষুধের ব্যবস্থা করা থেকে এই কঠিন পরিস্থিতিতে পীড়িত মানুষগুলির সাধ্যমতো যাবতীয় সহায়তা বিজেপির কার্যকর্তারা করে চলেছেন।

মাননীয় সাংসদ ও ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজে এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বন্টন ও বিভিন্ন পরিষেবা প্রদানের কাজের তদারকি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *