আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জানুয়ারি: বিজেপিতে যোগদান করার পর জঙ্গলমহলে প্রথম জনসভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। আগামী ৩ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের মহাপালের শালবনি মাঠে ভারতীয় জনতা পার্টির বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ও শুভেন্দু অধিকারী। তাই তার আগে সভাস্থলের প্রস্তুতি চলছে জোর কদমে। আজ সেই সভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ, যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন্ত মহান্তি সহ বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
ঝাড়গ্রাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ বলেন, আগামীকাল আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানাতে প্রস্তুত। আগামীকালের জনস্রোত বাংলায় একটা ইতিহাস গড়বে।