হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন জনপ্রিয় ছাত্র নেতা সুশোভন গুপ্ত

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ফেব্রুয়ারি: রাজ্য রাজনীতির পর জেলাস্তরের তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্বের ভাঙন শুরু হল। দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লড়াকু জনপ্রিয় ছাত্র নেতা সুশোভন গুপ্ত। সুশোভন গুপ্ত জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ করের কাছে ই-মেলের মাধ্যমে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। তৃণমূল ছাত্র নেতা সুশোভন গুপ্তের পদত্যাগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। বিজেপির অভিযোগ, শুধু সুশোভন বাবুই নয়, বহু তৃণমূল কংগ্রেস নেতা এই দল ছাড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাঁরা উপলব্ধি করতে পেরেছেন যে রাজ্যে আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে না। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন সুশোভন বাবুর সাথে বৈঠকে বসে ক্ষোভ বিক্ষোভের বিষয়টি মিটিয়ে ফেলা হবে। সদ্য পদত্যাগ করা হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুশোভন গুপ্ত এখনও ঠিক করেননি তিনি অন্য কোনও দলে যাবেন কি না।

তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে এবার জেলাস্তরের তৃণমূল নেতৃত্বের পদত্যাগের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ২০১৭ সাল থেকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন ছাত্র নেতা সুশোভন গুপ্ত। ইদানিং দল তাঁকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। দলের কোনও মিটিং মিছিলে তাঁকে ডাকা হচ্ছে না। জেলা কমিটিও এড়িয়ে চলছে সুশোভন বাবুকে, এই অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার হেমতাবাদে এক সাংবাদিক সম্মেলন করে ছাত্র পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন এলাকার লড়াকু ছাত্র নেতা সুশোভন গুপ্ত। তবে তিনি পদ থেকে পদত্যাগ করলেও ভবিষ্যতে কোনও দলে যোগ দেবেন কি না তা পরিষ্কার করে জানাননি।

সুশোভন বাবুর পদত্যাগ প্রসঙ্গে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, শুধু সুশোভন বাবুই নন, এরাজ্যে তৃণমূল আর কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, এটা বুঝতে পেরে একে একে সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবে। বিষয়টি নিয়ে সুশোভন গুপ্তের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *