আমাদের ভারত, ১৯ ডিসেম্বর:শুধু ক্ষমতার আধিপত্যই নয় সুশাসন প্রতিষ্ঠার উপর বরাবরই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই কেন্দ্রের তরফে এবার পালন করা হবে “সুশাসন সপ্তাহ”। ২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে সুশাসন সপ্তাহ পালিত হবে। সাধারণ মানুষের নানা সমস্যা সরকারের কাছে তুলে ধরা ও গ্রামের মানুষের কাছে সরকারের একাধিক সুযোগ-সুবিধার দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই সপ্তাহ জুড়ে।
সরকার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে। কিন্তু প্রায়শই দেখা যায় তার সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত থাকে। কিন্তু সরকারি প্রকল্পের সব সুবিধার বিষয়ে জানাতে এবং মানুষের অভাব অভিযোগ জানতে সুশাসন সপ্তাহ পালন করতে চলেছে মোদী সরকার। এক্ষেত্রে “প্রশাসন গাঁও কি ঔর” নামে একটি কর্মসূচিও চালানো হবে।
কর্মী প্রশিক্ষণ, পেনশন-পেনশনভোগী কল্যাণ বিভাগ, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য, প্রচার বিভাগ, বিদেশমন্ত্রক এবং পঞ্চায়েত রাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সম্মিলিত উদ্যোগে প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগ সপ্তাজুড়ে এই কর্মসূচির আয়োজন করেছে। গ্রামে কি কি উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, নতুন কী কী পরিষেবা চালু হল, তা তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। একই সঙ্গে গ্রামবাসীদের দাবি ও অভিযোগ সরকারের বিভিন্ন দপ্তরের কাছে তুলে ধরা হবে।
এছাড়া বিদেশমন্ত্রকের তরফেও “সুশাসন সপ্তাহ” পালন করবে। সেখানে বিদেশে বসবাসকারী ভারতীয়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্পর্ক তৈরি নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশবাসীর মধ্যে ক্ষোভ বিক্ষোভ অভিযোগ দূর করে তাদের জীবন যাত্রাকে আরও উন্নত করতে ও আধুনিক করতে “মিশন কর্মোদ্যোগী”র অধীনে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হবে এই সপ্তাহে।
প্রতিটি রাজ্যকে এই কর্মসূচি পালন করতে হবে। তার জন্য রাজ্যগুলির সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই কর্মসূচির উপর নজরদারিও চালানো হবে।