আমাদের ভারত, ১৯ আগস্ট:সুসান্ত সিং-এর মৃত্যুর ঘটনায় রহস্যের পরত শুধু বাড়ছেই। একের পর এক নতুন তথ্য সামনে উঠে আসছে। আবারোও একটি ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যেদিন সুশান্তের মৃত্যু হয়েছিল, ওইদিনই সুশান্তের ফ্ল্যাট থেকে একটি নয় দুটি দেহ বার করা হয়েছিল। আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা তাহলে সুশান্তের ফ্ল্যাট থেকে সেদিন কার দেহ বার করে আনা হয়েছিল?
যদিও গোটা বিষয়টি এখনও পরিষ্কার নয়। কারণ ছবিটি খুব একটা পরিষ্কার নয়। তবে স্পষ্ট করে বোঝা না গেলেও নেটিজেনরা দাবি করেছেন সেদিন সুশান্তের ফ্ল্যাট থেকে দুটি দেহ বার করে আনা হয়েছিল। আর এই বিষয়টি সামনে আসতেই আবারো চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। অনেকেই তদন্তকারী সংস্থাকে এই ছবি সত্যতা বিচার করার অনুরোধ জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শীর্ষ আদালতের নির্দেশে বড়সড় ধাক্কা খেয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বাই পুলিশ তদন্তের কাজে ঠিক ভাবে সাহায্য করছে না এবং সুশান্তের পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে না। এই অভিযোগ বারবারই উঠেছিল মুম্বই পুলিশের বিরুদ্ধে। এরপর পাটনায় অভিযোগ দায়ের করে সুশান্তে সিং-এর বাবা। বিহার সরকার সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানায়।
কিন্তু মহারাষ্ট্র সরকার কোন ভাবেই সিবিআই তদন্তের পক্ষে ছিলেন না। কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায় আপাতত কিছুটা হলেও স্বস্তি পেয়েছে অভিনেতার পরিবার। অনেকের ধারণা সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিশ বেশ কিছু তথ্য গোপন করছে। সুশান্তের মৃত্যুর পেছনে বড় কোন মাথা রয়েছে বলেই সেই তথ্য গোপন করার চেষ্টা করছে পুলিশ বলে অভিযোগ।
আপাতত প্রথম ধাপে জয় পেয়েছে সুশান্তের পরিবার।এখনো অনেকটা লড়াই বাকি তাদের। তারা আশাবাদী সত্যের জয় একদিন আসবেই। কিন্তু দিন যত গেছে জটিল থেকে জটিলতর জটিলতা রয়েছে সুশান্তের মৃত্যু রহস্য। কিভাবে হয়েছে সুশান্তের মৃত্যু এটা আত্মহত্যা নাকি খুন তা নিয়েই হচ্ছে বিস্তর চর্চা। সুশান্তের পরিবারের দাবি সঠিক তদন্ত হোক সামনে আসুক তাদের পরিবারের ছেলের মৃত্যুর সঠিক কারণ। সেই জন্যই তারা বারবার সিবিআই তদন্তের আভিযোগ আর্জি জানিয়েছেন।
সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে সিবিআই তদন্তের উপর ভরসা রেখেছেন। সিবিআই ফর এসএসআর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক প্রচার। এই প্রচারের অন্যতম মুখ অঙ্কিতা লোখান্ডে, কঙ্গনা রানাওয়াত, সুশান্তের দিদি শ্বেতা। সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে এসএস ষস্যারের অসংখ্য ভক্ত সোচ্চার হয়েছে।