আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ডিসেম্বর: সুশান্ত ঘোষকে ঘরে ফেরাতে দুহাজার বাইকের মিছিলের প্রস্তুতি সারা হয়েছে। রবিবার গড়বেতার চন্দ্রকোনার বাড়িতে ফিরছেন প্রাক্তন দাপুটে মন্ত্রী সুশান্ত ঘোষ। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সেরে ফেলেছেন সিপিএম কর্মী রতন বিসুই, প্রণব সেনাপতি, অনিত হাজরারা। সুশান্ত ঘোষকে স্বাগত জানাতে হুগলী লাগোয়া সন্ধিপুর থেকে গড়বেতার ডুকি পর্যন্ত সিপিএম মহলে সাজো সাজো রব।
ন’বছর পর জেলার দাপুটে সিপিএম নেতা বাড়ি ফিরছেন। বেনাচাপড়া কঙ্কাল মামলায় আট বছর আগেই তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু তিনি প্রভাবশালী নেতা এবং এলাকায় ঢুকলে মামলাকে প্রভাবিত করতে পারেন এই অজুহাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে তার চন্দ্রকোনার বাড়িতে ফেরা আটকে রাখা হয়েছিল। যদিও শেষমেষ রাজ্যের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে অবশেষে চন্দ্রকোনার বাড়িতে ফিরছেন সুশান্ত ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যেয় মেদিনীপুরে আসছেন
সুশান্তবাবু। রবিবার তিনি চন্দ্রকোনা পৌঁছাবেন। তার সঙ্গে রাজ্য থেকে সুজন চক্রবর্তী, অরুণাভ ঘোষ, রবিন দেব এবং নকশাল নেতা আজিজুল হকের থাকার কথা। রবিবার দুপুরে শালবনি পৌঁছাবেন সুশান্ত ঘোষ। সেখান থেকে দুহাজার বাইকের মিছিল তাকে নিয়ে যাবে চন্দ্রকোনা। সেখানে কয়েক হাজার মানুষ তাকে নিয়ে পদযাত্রা করবেন বলে জানাগেছে।