জে মাহাতো, মেদিনীপুর, ১৮ নভেম্বর:
সুপ্রিম কোর্টের রায় নিয়ে পশ্চিম মেদিনীপুরে ফিরছেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষl রাজ্য সরকারের আইনজীবীর যুক্তি উড়িয়ে জেলায় ফেরার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টl ন’বছরের বেশি সময় ধরে নিজের জেলার বাইরে ছিলেন এই সিপিএম নেতাl
তার বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত মামলায় জামিন পেলেও বিভিন্নভাবে তাঁকে জেলায় ফেরার ক্ষেত্রে আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগl রাজ্য সরকারের এই চেষ্টার বিরুদ্ধে তিনি ২০১২ সালে সুপ্রিমকোর্টে আপিল করেনl এতদিন পরে সেই লড়াইয়ে তিনি জয় পেলেনl এর ফলে চন্দ্রকোনা রোডের বাড়িতে ফেরার ক্ষেত্রে আর কোনও বাধা রইলো নাl
রাজ্যে তৃণমূল সরকার আসার পর বেনাচাপড়া কঙ্কাল কান্ড সহ একাধিক মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং সেই মামলার ভার দেওয়া হয় সিআইডিকেl কিন্তু সিআইডি একটি মামলাতেও চার্জশিট গঠন করতে না পারায় অভিযুক্ত সকলেই জামিন পেয়ে যান। এসব মামলায় সুশান্ত ঘোষকে রাজ্য সরকার জামিন দিলেও জেলায় না-ফেরার শর্ত দেওয়া হয়।
রাজ্য সরকারের আইনজীবী আর বসন্ত সুপ্রিম কোর্টে বলেন, বিধায়ক না হলেও সুশান্ত ঘোষ অত্যন্ত প্রভাবশালী তাই তাকে জেলায় ফিরতে দেওয়া হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারেl সুপ্রিম কোর্ট অবশ্য রাজ্য সরকারের আইনজীবীর সমস্ত যুক্তি নস্যাৎ করে জেলায় ফেরার নিষেধাজ্ঞা তুলে নেনl
সুশান্ত ঘোষ জানিয়েছেন, জেলায় প্রবেশ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টl কবে জেলায় ফিরবো তা ঠিক করা হচ্ছে। সম্ভবত আগামী সপ্তাহেই তিনি বাড়ি ফিরবেন বলে জানিয়েছেনl তার জেলায় ফেরার খবরে গড়বেতা, চন্দ্রকোনা এলাকায় বাম কর্মীদের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা গেছেl যদিও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত ঘোষ এখনো সাসপেন্ড হয়ে রয়েছেনl তবে সেই মেয়াদ বহুদিন আগেই শেষ হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম সূত্রে জানা গেছেl সুশান্ত ঘোষকে জেলায় স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছেl