জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট:
বিশ্বভারতী কান্ডে উপাচার্যের ভূমিকা নিয়ে সোচ্চার হলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। উপাচার্যর ভূমিকার পাশাপাশি তৃণমূলের ভূমিকারও তীব্র নিন্দা করেছেন তিনি।
সোমবার মেদিনীপুরে দলের জেলা কমিটির বর্ধিত সভায় যোগ দিতে এসে সূর্যবাবু বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এককভাবে প্রাচীর তোলার সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করছি। কারোর সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কবিগুরুর স্মৃতিবিজড়িত পৌষমেলা মাঠ ঘিরতে গিয়েছিলেন। এটা ওনার ভুল সিদ্ধান্ত। উপাচার্যর ভূমিকাও ঠিক নয়। তিনি কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছেন, তার সঙ্গে বিজেপি ও আরএসএসের কি সম্পর্ক তা সবাই জানে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিশ্বভারতীর মতো বিশ্ববিদ্যালয় এরকম একজন উপাচার্য পেয়েছে।
এর পাশাপাশি তিনি তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙ্গচুরের ঘটনারও তীব্র নিন্দা করেছেন। এরাজ্যে বিজেপি ও তণমূল বিরোধী ভোটকে একত্রিত করতে কংগ্রেসকে পাশে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সূর্যবাবু জানান, বামপন্থার কোনও বিপল্প নেই।

