নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ এপ্রিল: বিশেষ ট্রেনে করে রাজ্যের পরিয়ায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবি তুললেন সূর্যকান্ত মিশ্র। শুক্রবার এক ভিডিও বার্তায় সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, আমারা বারবার বলেছিলাম, বিশেষ ট্রেনে করে পরিয়ায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে। কিন্তুু কেন্দ্রীয় সরকার সেই রাস্তায় হাঁটেনি। তিনি জানান পরিয়ায়ী শ্রমিকদের ভিনরাজ্যে খাবার পৌছেদিতে কিছু ব্যবস্থা সিটু গ্রহন করেছে। তবে তা পর্যাপ্ত নয় বলেই মনে করেন সিপিএমের রাজ্য সম্পাদক। পরিয়ায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে ফের কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সওয়াল করেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। তাদের ফিরিয়ে না আনলে লকডাউনে সবথেকে বেশি বিপদে পড়বেন রাজ্যের পরিয়ায়ী শ্রমিকরা, বলে মনে করেন সূর্যকান্ত শিশ্র। পাশাপাশি রাজ্যের বহু বাসিন্দা চিকিৎসা করাতে গিয়ে ভিনরাজ্যে আটকে আছে। তাদের সকলকেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফিরিয়ে আনা উচিত বলে জানান সিপিএমের রাজ্য সম্পাদক।