সাথী দাস, পুরুলিয়া, ৬ নভেম্বর:
বিজেপির অন্যতম শীর্ষনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরের কড়া ভাষায় নিন্দা করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ২০০ আসনের লক্ষ্যকেও কটাক্ষ করেন তিনি।
“আমি ওর কথায় পাত্তা দিই না। ওদের টার্গেট করেছে মানুষ।” বিজেপি নেতা অমিত শাহর নাম না করে ঠিক এই ভাষাতেই সিপিএম রাজ্য সম্পাদক তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। সূর্য বলেন, “উনি ফটোশুট করতে আদিবাসী বাড়িতে খেতে গিয়েছিলেন। মানুষ ২১’র ভোটে এদের টার্গেট করেছেন।”
পুরুলিয়ায় এস এফ আই এর উদ্যোগে একটি কমিউনিটি কিচেন-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের উন্নয়নে পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সূর্যকান্ত মিশ্র রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন, “গত সাড়ে ৯ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভাঁওতা দিয়েছেন। উনি বিভাজনের রাজনীতি করছেন। তৃণমূল বিজেপি এক।”