আমাদের ভারত, ৩ এপ্রিল: প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই লকডাউন ১৪৪ ধারার থেকেও কড়া। কিছু কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামছে। এই অবস্থায় হাওড়া শহর জুড়ে নজরদারি আরো কড়া করা হলো। গতকাল বিকেল থেকেই শহর জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে এবং আবেদন করা হচ্ছে মানুষ যেন ঘর থেকে না বেরোয়।
কোনও কোনও এলাকা রাস্তায় বেরোলেই গ্রেফতার করছে পুলিশ। এক ধাক্কায় ব্যাপকভাবে পুলিশি তৎপরতা বেড়ে গেছে। হাওডা ব্রিজ এবং বালি ব্রিজে চলছে নাকা চেকিং। হুগলি ও উত্তর ২৪ পরগনা থেকে আসা সমস্ত গাড়ির নাকা চেকিং চলছে। বিভিন্ন এলাকায় থানার তরফ থেকে চলছে মাইকিং প্রচার। তাতে করোনার মোকাবিলায় ঘরে থাকার আবেদন করা হচ্ছে। যারা বাইরে বেরোচ্ছে সেইসব পরিবারের লোকদের বলা হচ্ছে নিজেদের পরিবারের লোকজনকে ঘরে আটকে রাখুন। তাসত্বেও ইতিউতি ঘুরতে থাকা বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আদের থানায় এনে আগে হাত পরিস্কার করিয়ে ভিতরে ঢোকানো হয়।