আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ আগস্ট: বারাসাতের বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দলদাস হয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে বেআইনি ভাবে গাঁজা কেস ও আর্মস কেস দিয়ে তাদের জেলে ভরছে পুলিশ কর্মীরা। এই অভিযোগে রবিবার সকালে বারাসাত থানা ঘেরাও অভিযান করল প্রায় শতাধিক বিজেপির কর্মী সমর্থক।
বারাসাতের হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় রবিবার সকালে। বারাসাত জেলা বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ সভায় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত। বারাসাত থানার পুলিশ আগে থেকেই গোটা এলাকা গার্ডওয়াল, ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। ছিল জল কামান ও বিশাল পুলিশ বাহিনী।

বারাসাত থানার পুলিশ অতি সক্রিয়ভাবে থানা থেকে ১০০ মিটার দূরেই বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয়। এরপর জনাকয়েক বিজেপি কর্মী বারাসাত থানায় গিয়ে বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্যের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, পুলিশের এই অনৈতিক হেনস্থা বন্ধ না হলে তারা আগামীদিনে বারাসাত শহর জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে ।

