মাটির ক্ষয় রোধ ও সংরক্ষণের লক্ষ্যে দেশ ভ্রমনে বেড়িয়ে মধ্যপ্রদেশের যুবক সুরেন্দ্র যাদব এসে পৌঁছলেন রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: লক্ষ্য মাটির ক্ষয় রোধ এবং সংরক্ষন। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বৃহৎ উদ্যোগ নিয়ে দেশ ভ্রমনে বেড়িয়েছেন মধ্যপ্রদেশের যুবক সুরেন্দ্র যাদব। সদ্ গুরুর শিষ্য সুরেন্দ্র মধ্যপ্রদেশের বীরপুরা গ্রামের বাসিন্দা। তিনি একসময় ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে মাটির ক্ষয় সম্পর্কে অবহিত হয়ে মানুষকে সচেতন করার প্রয়াস নেন তিনি। চাকরি ছেড়ে ১১ মাস ধরে সারা দেশজুড়ে সাইকেলে ভ্রমন করে তিনি মাটি সংরক্ষণের বিষয়ে মানুষকে বার্তা দিচ্ছেন।

প্রসঙ্গত, মাটি হল পৃথিবীর উপরিভাগের একটি আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। বর্তমানে কংক্রিটের জগতে অব্যাহত মাটির ক্ষয় প্রক্রিয়া। তাই মাটি সংরক্ষন না করলে আগামীতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ে পড়বে। তাই সে বিষয়ে প্রতিটি জায়গায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন সুরেন্দ্র। মঙ্গলবার রাতে তিনি রায়গঞ্জে এসে পৌছান। শহরের বাসিন্দা জ্যোতি পদমানির বাড়িতে বিশ্রাম নিয়ে বুধবার সকালে ফের বেড়িয়ে পড়েন গন্তব্যস্থলের দিকে।

সুরেন্দ্র জানান, ইতিমধ্যেই ১৯ টি রাজ্য পরিভ্রমণ করেছেন তিনি। রোজ ৭০-৮০ কিমি সাইকেল চালান তিনি। সাধারণ মানুষের থেকে যথেস্ট সাড়া মিলছে। অন্যদিকে তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন জ্যোতি পদমানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *