দেশের হয়ে অংশ নিয়ে যোগ ব্যায়ামে পুরুলিয়ার একরত্তি সুপৃথার জোড়া সোনা

সাথী দাস, পুরুলিয়া, ২৯ অক্টোবর: এশিয়া স্তরের যোগ ব্যায়ামে পুরুলিয়ার একরত্তি সুপৃথা জোড়া সোনা অর্জন করল। অনলাইন এই প্রতিযোগিতায় সাফল্যের পদক ও শংসাপত্র বাড়িতে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে পুরুলিয়ায়।

সেপ্টেম্বর মাসে অনলাইন এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এই রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের হয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পুরুলিয়া শহরের রেনি রোডের বাসিন্দা সুপৃথা চ্যাটার্জি। ৯টি দেশ থেকে ১ হাজার ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সুপৃথা  অনূর্ধ্ব আট বালিকা বিভাগ ও ঋদিমিক যোগা এই দুটি বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পায়।

প্রশিক্ষক ফটিক ধীবর ও দেব কুমার বাউরি জানান, করোনার জন্য অনলাইনের মাধ্যমে যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। নিজেদের প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগীরা প্ল্যাটফর্ম পাচ্ছে এই মাধ্যমে। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এশিয়া মহাদেশ স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বহু প্রতিযোগী। পশ্চিমবঙ্গ থেকে সুপৃথা অংশগ্রহণ করেছিল। সে দুটি বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পায়। মঙ্গলবার তার মানপত্র ও মেডেল ডাক মারফত পুরুলিয়ায় আসে। সুপৃথার সাফল্যে আমরা খুশি। অন্যদেরও অনুপ্রাণিত করবে তার এই সাফল্য।”

পুরুলিয়ার এজিপিএন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রায় আট বছরের সুপৃথা। তার সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরাও বাবা বুবুন চ্যাটার্জি, মা প্রিয়াঙ্কা চ্যাটার্জি। মা জানান, “ইতিমধ্যেই সুপৃথা রাজ্য ও জাতীয় স্তরের বহু যোগাসন প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার জিতেছে। অনলাইন ও বেশ কয়েকটি প্রতিযোগিতাতে সাফল্য পেয়েছে। তবে অনলাইন এশিয়া স্তরের সাফল্য এই প্রথম। আগামী দিনে আরও ভালো সাফল্য পেতে এই পুরস্কার উৎসাহিত করবে বলে মনে করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *