বিরোধী শাসিত ৬ রাজ্যের আবেদন খারিজ, জয়েন্ট-নিট হবেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: কেন্দ্রের সিদ্ধান্ত বলবৎ থাকল। খারিজ হয়ে গেল বিরোধীদের আবেদন।
জয়ন্ট ও নিট বাতিলের দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বাংলা সহ ৬ রাজ্য। তাদের আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। বিচারকরা স্পষ্ট জানিয়ে দিলেন পরীক্ষা হবেই।

এর আগেও সুপ্রিমকোর্ট পরীক্ষা হওয়ার পক্ষেই রায় দিয়েছিল। কিন্তু তারপরেও সেই রায়ের বিরোধিতা করে বেশ কিছু রাজ্য। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক করে বিরোধী শিবির।সেখানেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার প্রস্তাবে সায় দিয়ে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরা রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

তাদের আবেদনে বলা হয়েছিল এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেসুপ্রিম কোর্ট। শুনানীতে বিচারপতিরা জানান, “আমাদের আগের সিদ্ধান্তকে পর্যালোচনা করার আবেদন থেকে কোন মামলা দাড়ায় না।”

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ১৭ আগস্ট ১১ রাজ্য থেকে ১১ জন পরীক্ষার্থীর আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত। এরপর ৬ রাজ্যের আবেদনে বলা হয় সুপ্রিম কোর্টের রায়ে সমস্যায় পরতে পারে অনেক পরীক্ষার্থী। তাদের জীবনের বিপদ হতে পারে। এমনকি পরীক্ষা নিতে গিয়ে বিভিন্ন রাজ্যকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলেও তারা জানিয়েছিলেন। তাদের আবেদনে আরও বলা হয়েছিল, ‘এমন কোনো সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালত নিক যাতে পরীক্ষার্থীদের বছর নষ্ট না হয়, আবার তাদের স্বাস্থ্য সুরক্ষার দিকও বজায় থাকে। “যদিও এর আগে নিজেদের রায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল জীবন থেমে থাকে না। তাই করোনার জন্য পরীক্ষা থেমে থাকতে পারে না। ছাত্র-ছাত্রীদের একটা বছর নষ্ট হতে দেওয়া যায় না। সেইজন্যই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা বা জয়েন্ট। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর মেডিকেলের প্রবেশিকা আগামী ১৩ সেপ্টেম্বর হবে।
তবে একাধিক রাজ্যে পরীক্ষা শুরু হলেও অনেকেই পরীক্ষায় বসতে পারেননি বলেও অভিযোগ এসেছে অনেক জায়গা থেকে। কোথাও পরিবহনের অভাব কোথাও আবার সুরক্ষার প্রশ্ন থাকায় সব আবেদনকারীরা পরীক্ষায় বসেননি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *