Supreme Court, Aadhaar, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণে যথাযোগ্য নথি নয়, নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১২ আগস্ট: নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আগে হলফনামা দিয়ে জানিয়েছিল আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণের নথি হিসেবে বিবেচনা করা যায় না। মঙ্গলবারে শুনানিতে শীর্ষ আদালত এক্ষেত্রে সহমত পোষণ করল।

শীর্ষ আদালতের সুস্পষ্ট পর্যবেক্ষণ, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদা করে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে আদালত জানিয়েছে,
যেভাবে স্থায়ী বাসিন্দা নিরুপণের কাজ চলছে তা চলবে। শীর্ষ আদালত জানিয়েছে, আধার বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য পরিচিতিমূলক নথি মাত্র। আধার কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু এই কার্ড সেই ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে না।

শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তর পর্যবেক্ষণ, আধার নথিকে কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না। এই নথির ক্ষেত্রে নাগরিকতা আলাদা করে যাচাই করতে হবে।

বিহারের স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ পত্র হিসেবে গ্রহণ করে না।এটাকে যাচাই করার প্রয়োজন পড়ে।

বিহারে এস আই আর- এর জন্য নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে এগারটি নথির তালিকা দিয়েছে কমিশন। কিন্তু অনেক ভোটারের কাছে এই ১১টি নথির কোনটি নেই। সেই সব ভোটারদের আবার অধিকাংশ প্রান্তিক ও দরিদ্র। ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের ওই ১১টি নথি না থাকায়। তাদের কথা ভেবেই আধার ও ভোটার কার্ডকে এস আই আর- এর প্রামাণ্য নথির তালিকায় যোগ করার কথা বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করে জানালো, আধার থাকলেই কাউকে নিশ্চিত ভাবে ভারতে নাগরিক বলা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *