নুপুর শর্মাকে নিয়ে করা পর্যবেক্ষণ ফেরাতে হবে সুপ্রিম কোর্টকে, পাল্টা পিটিশন দায়ের শীর্ষ আদালতে

আমাদের ভারত, ২ জুলাই: নুপুর শর্মাকে তার বিতর্কিত মন্তব্যের জন্য ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ নুপুর শর্মার মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশের পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি উদয়পুরের নৃশংস ঘটনার জন্যেও নুপুর শর্মার মন্তব্যকেই দায়ী করা হয়েছে। এর জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতির এই পর্যবেক্ষণের পরে একটি নতুন পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।

শীর্ষ আদালতে জমা পড়া পাল্টা পিটিশনে বলা হয়েছে বিচারপতির নুপুরকে নিয়ে করা পর্যবেক্ষণ ফিরিয়ে নিতে হবে। পিটিশন দাখিলকারীদের বক্তব্য নুপুর শর্মা এখনো অপরাধী সাব্যস্ত হননি। তাঁকে দায়ী করলে কি দেশে ঘৃণার রাজনীতি ও বৈষম্য কমবে?

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরে পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্তে নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এরই প্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, সব মামলা এক জায়গায় স্থানান্তর করা হোক। তিনি তদন্তে সার্বিক ভাবে সহযোগিতা করবেন। একইসঙ্গে নুপুর শর্মা জানিয়েছিলেন, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। কিন্তু সেই মামলাতেই সুপ্রিম কোর্ট তাঁকে ভর্ৎসনা করে। এবার সেই পর্যবেক্ষণের বিরোধিতা করে পিটিশন দায়ের হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *