পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: মাধ্যমিকে ৬৮৮ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করল মেদিনীপুরের সুপ্রভা আদক। ভবিষ্যতে পদার্থবিদ্যার গবেষক হতে চায় সুপ্রভা।
মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবলী এলাকার সারদা বিদ্যামন্দিরের ছাত্র সুপ্রভা। স্কুলে বরাবরই মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত। মাধ্যমিকের ফল প্রকাশের পরেই বাবা মায়ের সাথে আনন্দ ভাগ করে নিল মাধ্যমিকের এই কৃতি। ছেলের ফলাফলে উচ্ছসিত বাবা-মা।