সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ সেপ্টেম্বর: গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন পুলিশ সুপার জয়ীতা বোস। বাঙালির প্রাণের উৎসবকে ঘিরে উন্মাদনার পারদ এখনই তুঙ্গে। উৎসবকে সর্বাঙ্গীন সফল করে তুলতে দ্বিতীয়ার সন্ধ্যায় বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ নিলদর্পন ভবনে দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়িতা বোস, চেয়ারম্যান গোপাল শেঠ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য ক্লাবের সদস্যরা।
বনগাঁয় দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়ীতা বোস। গত দুই বছর কোভিড পরিস্থিতিতে নমোনমো করে পুজো হলেও এবছর দুর্গাপুজোয় মেতে উঠেছেন সকলেই। উৎসবকে সফল করতে তাই সজাগ পুলিশ প্রশাসনও। বনগাঁয় গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুলিশ সুপার। বুধবার দুপুরে বনগাঁর গাইড বই উদ্বোধনের পর সমস্ত পুজো কমিটির হাতে গাইড ম্যাপ তুলে দেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়ীতা বোস।
সম্প্রতি বনগাঁ জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন জয়ীতা বোস। ইতি মধ্যেই বনগাঁ মহকুমা এলাকায় বেশ জনসংযোগ করেছেন তিনি। পুজোকমিটির সদস্য সহ সাধারণ মানুষ জয়ীতা বোসের প্রশংসায় পঞ্চমুখ।