সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জানুয়ারি: প্রতিযোগীদের উৎসাহিত করতে স্বয়ং দৌড়ে অংশ নিলেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি। আজ বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় পুলিশ সুপার অংশ নেন। দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সুস্বাস্থ্য বজায় রাখতে দৌড়ানোর জন্য সকলকে আহ্বান জানান।

এদিনের প্রতিযোগিতায় কয়েকজন পুলিশ আধিকারিক সহ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এদিন বাঁকুড়া পুলিশ লাইনে অপর একটি অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষকে তাদের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে তাদের হাতে তুলে দেন পুলিশ সুপার।


