পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: চলতি বছর পুলিশ দিবস ভিন্ন অঙ্গিকে পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।একাধিকবার বানভাসি হয়ে জল যন্ত্রণা ভোগ করা ঘাটালবাসীর সঙ্গে পুলিশ দিবস উদযাপন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনশুকার ইরপালাতে পুলিশ সুপার উপস্থিত হয়ে বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দেন দশ হাজার ত্রাণ সামগ্রী। সামনেই পুজো, তাই বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এদিন বস্ত্র বিতরণ করা হয়।
পুলিশ সুপার বলেন, বন্যা পরিস্থিতির প্রথম দিন থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। পাশে দাঁড়িয়েছে বন্যা দুর্গত মানুষের দিনরাত পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রায় প্রতিদিনই কমিউনিটি কিচেন এর মাধ্যমে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে। পুলিশ প্রশাসন সব সময় মানুষের পাশে আছে তা সে দিন হোক বা রাত। সাধারণ মানুষের পরিষেবায় অতন্ত্র প্রহরী পুলিশ।