সাথী প্রামাণিক, পুরুলিয়া, ১৯ এপ্রিল: পুরুলিয়ার সবজি হাটে রবিবাসরীয় বাজার ছিল জমজমাট। ছুটির আমেজে বাজার করতে মশগুল ছিলেন ক্রেতারা। লকডাউনে সম্পন্ন পরিবারের ব্যক্তিদেরই থলি হাতে মাংসের দোকানে দেখা গিয়েছে। রবিবার চিরাচরিত নামচা হিসেবে কবজি ডুবিয়ে বাড়িতে খাবার খাওয়ার জন্যেই প্রশাসনিক নির্দেশিকা উপেক্ষা করে বাজারে আসা সম্পন্ন পরিবারের সদস্যদের। খবর পেয়ে বেলার দিকে
অবাঞ্ছিতদের ঘরমুখি করতে আসরে নামে পুলিশ। শুরু হয় টহলদারি।

অন্যদিকে, স্থানীয় পুরসভার সহযোগিতায় হাটে বাজারে যাতায়াতকারীদের হাত জীবাণুমুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল জেলা প্রশাসনকে। এদিন থেকেই পুরুলিয়ার বড় হাটে এই সুযোগকে কাজে লাগিয়ে জীবাণু মুক্ত করতে দেখা গেল ক্রেতা বিক্রেতাদের। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে বাজার করেন ক্রেতারা। প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করছেন জন সাধারণ।


