পর্যটকদের জন্য বন্ধ থাকবে সুন্দরবন

আমাদের ভারত, ক্যানিং, ৫ জানুয়ারি: চলতি মাসেই দু’দিন পর্যটকদের জন্য বন্ধ থাকতে চলেছে সুন্দরবন ভ্রমণ। আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি পর্যটকরা সুন্দরবনের গহন অরন্য দর্শন করতে পারবেন না। পারবেন না নদী, খাঁড়িতে লঞ্চ বা ভুটভুটিতে করে ঘুরতে ঘুরতে, রয়েল বেঙ্গল টাইগার বা কুমির, হরিণ দর্শন করতে।

এর কারণ বারো বছর পর এবার আবার সুন্দরবনে কুমির গননার কাজ শুরু করতে চলেছে বনদফতর। এই কুমির গননার কাজ যাতে ব্যহত না হয় সেই কারনেই বন দফতরের তরফ থেকে দুদিন সুন্দরবনে সমস্ত রকম পর্যটকদের আনাগোনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “ কুমির গননার এটিই সবথেকে উপযুক্ত সময়। এই শীতের মরশুমে কুমির নদীর পাড়ে রোদ পোহানোর জন্য দীর্ঘ সময় কাটায়। পাশাপাশি নদীতে সাঁতার কাটতেও দেখা যায় তাঁদের। এই পরিস্থিতিতে পর্যটকদের লঞ্চ, ভুটভুটির কোলাহল বেশি হলে কুমিররা বিরক্ত হতে পারে, জলে ডুবে থাকতে পারে। সেই কারণেই পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে এই দুদিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *