মেদিনীপুর টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো সামার ক্যাম্প “ডে ফেস্টা”

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মে:
মেদিনীপুর টেকনো ইন্ডিয়া‌ গ্রুপ পাবলিক স্কুলে ছ’দিনের সামার ক্যাম্প “ডে ফেস্টা” উপলক্ষ্যে শনিবার বিকেলে বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ক্যাম্পের “গ্রান্ড ফিনালে”। গ্রান্ড ফিনালেতে সবাইকে স্বাগত জানান প্রিন্সিপাল মৌপিয়া উইলিয়াম। ছ’দিনের ক্যাম্পে প্রায় ষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখানে টেকনোর নিজস্ব ছাত্র ছাত্রীদের পাশাপাশি অন্যান্য স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রীও যোগ দেয়। 

সামার ক্যাম্পে সাহিত্য, বিজ্ঞান, হস্তশিল্প, গান, নাচ খেলাধূলা সহ নানা বিষয়ে মেন্টরদের অধীনে শিক্ষার্থীরা যোগ দেয়। ছ’দিনের ক্যাম্পে অর্জিত শিক্ষা  অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গ্রান্ড ফিনালে পর্বে প্রদর্শন করে। অংশগ্রহণকারী সবাইকে শংসাপত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা মৌপিয়া উইলিয়াম, শুভানুধ্যায়ী শিক্ষিকা নবনীতা মিশ্র, নৃত্য শিল্পী শেষাদ্রী মিশ্র সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, অভিভাবক-অভিভাবিকা ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৈথিলী ঘোষ ও রণিতা সামন্ত। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য বিদ্যালয়ের প্রিন্সিপাল সমস্ত মেন্টর সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *