জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ অক্টোবর: প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। কিছুদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে করোনা সংক্রমিত হয়ে দশ অক্টোবর কলকাতার অ্যাপোলো হাসপাতলে ভর্তি হন। সেখানেই আজ বৃহস্পতিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুকুমার হাঁসদা সু-চিকিৎসক হিসেবে ঝাড়গ্রাম জেলায় সুপরিচিত ছিলেন। প্রথমে তিনি বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। তার পিতা প্রয়াত সুবোধ হাঁসদা কেন্দ্রীয় কয়লা মন্ত্রী ছিলেন। ২০১১ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুকুমার হাঁসদাকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোনীত করেন এবং জয়লাভের পর তাকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্বের ভার দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকেই তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। এবার তাকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়। পরে গতবছর ২০১৯ সালে তিনি বিধানসভার ডেপুটি স্পিকার হন। করোনা আক্রান্ত হওয়ার পর ক্যান্সার আক্রান্ত হয়ে সুকুমারবাবু শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে গত দশ অক্টোবর এ্যাপেলো হাসপাতাল ভর্তি হন। আজ বৃহস্পতিবার বেলা এগারোটা পঁচিশ মিনিট নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও সাংসদেরা গভীর শোক প্রকাশ করেছেন।