স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুন: রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল বের হল। নদিয়া জেলার প্রথম স্থান অধিকার করলো সুকন্যা দেবনাথ। অন্য জেলার পাশাপাশি নদিয়া জেলার রানাঘাট ব্রজবালা স্কুলের ছাত্রী রাজ্যে দশম স্থান অধিকার করে, তার প্রাপ্ত নম্বর ৬৮৪। নদিয়া জেলার প্রথম স্থান অধিকার করাতে খুশি পরিবার।

সুকন্যা জানায়, সে এটা আশা করেনি। নদিয়া জেলা থেকে মাধ্যমিকে বিগত দিনে খুব একটা কাউকে মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা পেতে দেখেনি, তাই সে আশা করেনি তার নাম মেধা তালিকায় থাকবে। সুকন্যা সায়েন্স নিয়ে পড়তে চায়। আগামী দিনে তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার।


