আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি:
সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং নারী সুরক্ষা প্রদানের প্রচেষ্টায় রাজ্য পুলিশ প্রশাসন- “সম্পর্ক এবং সুকন্যা” নামে দুটি অভিনব কর্মসূচি নিয়েছে। সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পরিচালনাতে এই কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কলেজ-কলেজিয়েট ময়দানে, কোতোয়ালি থানার পরিচালনায় এই কর্মসূচি পালন করা হয়। এদিন সম্পর্ক কর্মসূচিতে প্রায় এক হাজার শীতার্ত ও দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সুকন্যা কর্মসূচি অনুযায়ী
এদিন মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে পুলিশ পরিচালিত ‘ক্যারাটে প্রশিক্ষণ’ শিবিরের সূচনা করা হয়েছে। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল এবং পুলিশ সুপার দীনেশ কুমার।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ-প্রশাসনের অন্যান্য আধিকারিক, কোতোয়ালি থানার আইসি, শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা পরিচালকগণ এবং শহরের সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিরা। কোতোয়ালি থানা আয়োজিত এই কর্মসূচিতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।